বিরাট কোহলির পর এবার রোহিত শর্মাকে এক হাত নিলেন কপিল দেব

বিরাট কোহলির পর এ বার কপিল দেবের নিশানায় রোহিত শর্মা। টিম ইন্ডিয়ার দুই সিনিয়র ব্যাটারের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে একেবারেই সন্তুষ্ট নন ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ‘হরিয়ানা হ্যারিকেন’-এর দাবি দুই তারকার ব্যাটিং দেখে মনে হচ্ছে তাঁদের খেলার ইচ্ছাই নেই!
রোহিতের অফ ফর্ম প্রসঙ্গে কপিল বেশ ঝাঁঝিয়ে বলেন, “ক্রিকেটার হিসেবে রোহিত অনবদ্য।

কিন্তু গত ১৪ ইনিংসে রান না পেলে সমালোচনা তো হবেই। সুনীল গাভাসকর, গ্যারি সোবার্স, স্যার ডন ব্র্যাডম্যান, ভিভ রিচার্ডস, সচিন তেন্ডুলকরের মতো তারকাকেও কটাক্ষ হজম করতে হয়েছে। রোহিতের সমস্যা ঠিক কোথায়, আমরা কেউই জানি না। এটা রোহিত বলতে পারবে। এবং সমস্যার সমাধান করে ওকেই দ্রুত রানে ফিরতে হবে।”


এখানেই থেমে না থেকে কপিল আরও যোগ করেন, “বিরাট ও রোহিত আদৌ কি ওদের খেলা উপভোগ করছে! সেটা সবার আগে জানতে হবে। ওরা কি এই মুহূর্তে লম্বা বিশ্রাম চায় না মাঠে নেমে পারফর্ম করতে চায় এটাই সবাই জানতে চায়। রোহিত ও বিরাট নিজেরা যদি এই বিষয়ে মুখ না খোলে, তাহলে জাতীয় নির্বাচকদের এই ইস্যু নিয়ে মন্তব্য করা উচিত।”

এর আগে ‘কিং কোহলি’র চূড়ান্ত অফ ফর্ম নিয়ে একই রকম মন্তব্য করেছিলেন কপিল। তিনি তখন বলেছিলেন, “এটা ঠিক যে আমি বিরাটের মতো এত ক্রিকেট খেলিনি। তাই বর্তমান ক্রিকেটাররা ভুল করলে ওদের সমালোচনা করতে পারব না, এটাও কিন্তু সঠিক কথা নয়। আমরাও ক্রিকেট দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছি। এবং আমরাও খেলাটা খুব ভালভাবে বুঝি। এত বছর ধরে দেশের হয়ে খেলার সুবাদে এতটা বুঝতে পেরেছি যে বিরাটকে নিজের মানসিকতা বদলাতে হবে। আমাদের মানসিকতা বদলের দরকার নেই।”
কপিল আরও মনে করেন কিছু ক্রিকেটারকে অতিরিক্ত বিশ্রাম দেওয়া হয়ে গিয়েছে। এর ফলে হিতে বিপরীত হচ্ছে। তাই ভবিষ্যতে এই জায়গাটা বিসিসিআই-কে আরও হিসেব করে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করছেন কপিল। যদিও তিনি মনে করেন দুই তারকা একবার ছন্দ ফিরে পেলে তাঁদের আটকানো মুশকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − five =