কলকাতা: দু’বছর পর পুজোয় চেনা ছন্দে মেট্রো। অপ্রত্যাশিত ভিড় মেট্রোয়। পুজোয় রোজ নিজের রেকর্ড নিজেই ভাঙছে কলকাতা মেট্রো রেল। পঞ্চমীতে প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ মেট্রোয় সফর করেছেন। যাত্রী ভাড়া থেকে মেট্রোর আয় হযেছে ১ কোটি ১৯ লক্ষ ৪৬ হাজার টাকা। যা আজ, ষষ্ঠীতে ছাপিয়ে যাবে বলে মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। কারণ এদিনও যাত্রীদের ব্যপক ভিড় বিভিন্ন স্টেশনে।
এবছর পুজোয় করোনার দাপট কমতেই স্বাভাবিক ছন্দে ফিরেছে কলকাতা। ফলে, তৃতীয়া থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল নেমেছে। ইতিমধ্যেই দু’বছর পর চতুর্থীতে রেকর্ড আয় করেছে কলকাতা মেট্রো। বৃহস্পতিবার ৭ লক্ষ ১০ হাজার ৫১২ জন কলকাতা মেট্রোতে চড়েছেন। যার জেরে আয় হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৮১ হাজার ৩৭৮ টাকা।
গত দু’বছর মেট্রোয় একাধিক বিধিনিষেধ ছিল। বন্ধ ছিল টোকেন। যাত্রীদের স্মার্টকার্ড ব্যবহার করেই যাতায়াত করতে হচ্ছিল। ফলে নিত্যযাত্রী ছাড়া অন্য যাত্রী কম হচ্ছিল। এবার মেট্রো অবাধ ও পর্যাপ্ত। তাই পুজোয় শহর-শহরতলির বেশিরভাগ মানুষ দ্রুত ঠাকুর দেখার জন্য মেট্রোয় ভরসা রাখছেন। অন্য দিকে, ইস্ট,ওয়েস্ট মেট্রোর জন্য সল্টলেক, নিউটাউন,রাজারহাটের মানুষেরও ঠাকুর দেখায় সুবিধে হচ্ছে।
কলকাতা মেট্রো রেলের তরফে জানানো আজ, ষষ্ঠীতে আপ,ডাউন মিলে মেট্রো চলবে ২৮৮টি। সপ্তমী, অষ্টমী, নবমীতে মেট্রোর সংখ্যা হবে ২৪৮টি। তবে দশমীতে কমে যাবে মেট্রোর সংখ্যা।