বুবুন মুখোপাধ্যায়, আসানসোল: লকডাউন (lockdown) ও করোনা (corona) পরিস্থিতির জেরে বিগত দু’বছর আসানসোলের কুমারটুলি অর্থাৎ আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা পাল পাড়ায় মৃৎশিল্পীরা একপ্রকার সহায় সম্বলহীন হয়ে পড়েছিলেন। চলতি বছরে করোনা নামক মহামারির প্রাদুর্ভাব কমতেই নতুন করে আশার আলো দেখছেন মহিশিলার মৃৎশিল্পীরা। বিগত দু’বছর মূর্তি তৈরি করেও সেইভাবে বিক্রি না হওয়ার পাশাপাশি ন্যায্য মূল্য পাননি কোনও মৃৎশিল্পী।
তবে এই বছরটা তাঁদের মনে কিছুটা হলেও আশার আলো জাগিয়েছে। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বায়না এসেছে ভিন রাজ্য থেকেও।
মৃৎশিল্পী রঞ্জিত পাল বলেন, গত দু’বছর লোকসানের মুখ দেখতে হয়েছিল। লকডাউনের জেরে বড় বড় পুজো কমিটিগুলো তাঁদের বাজেট কাটছাঁট করেছিল। ভিন রাজ্য থেকে কোনও বায়না আসেনি। ফলে একপ্রকার হতাশ হতে হয়েছিল তাঁদের। তবে এইবার স্থানীয় পুজো উদ্যোক্তারা ছাড়াও ভিন রাজ্য, যেমন ঝাড়খণ্ডের বোকারো, গোবিন্দপুর, নিরসা ইত্যাদি জায়গা থেকে তাঁরা দুর্গা প্রতিমা গড়ার অর্ডার পেয়েছেন। তাই তাঁদের আশা রয়েছে, আবারও পুরনো ছন্দে ফিরতে পারবেন তাঁরা।