হুগলি: হুগলির সিঙ্গুরের পর এবার শ্রীরামপুরে থানায় বিরোধী দলনেতার নামে এফআইআর করল তৃণমূল। হুগলির বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শ্রীরামপুর থানা অভিযোগ দায়ের করে তৃণমূলের ছাত্র -যুব পরিষদ।
প্রথমে শ্রীরামপুর থানার সামনে বিক্ষোভ দেখায় ও পরে শুভেন্দু নামে অভিযোগ দায়ের করে। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক দেবনাথ হাঁসদা ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের পরিপেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হল বলে জানান বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো। শ্রীরামপুর ও শেওড়াফুলি পোস্ট অফিসের মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া কার্ড ও ফুল পাঠানো হবে বলে জানান তৃণমূলের নেতৃত্ব। এই বিষয়ে শেওড়াফুলি বৈদ্যবাটি যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আবির দে বলেন, হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূলের পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে এফআইআর করলাম। কারণ মন্ত্রী বীরবাহা হাঁসদার নামে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন। অপরদিকে বিজেপি নেতা অমিতাভ ঘোষ বলেন, শুধু শ্রীরামপুর নয় সারা রাজ্য জুড়েই তারা করছে। রাজ্যের মন্ত্রী অখিল গিরি যেভাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন তার প্রতিবাদে বিজেপি সারা রাজ্য জুড়ে আন্দোলন করছে। তার থেকে দৃষ্টি ঘোরাতেই তারা এসব করছে। এসব করে কোনও লাভ হবে না। সবমিলিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে কুরুচিকর মন্তব্য নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।