ধস সরিয়ে ট্র্যাক মেরামতের পর ফের পাহাড়ে ছুটল টয় ট্রেন

ফের দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করল টয় ট্রেন (toy train)। ১ সেপ্টেম্বর তিনধারিয়ার ১৭ মাইলে ধস নামার ফলে বন্ধ হয়ে গিয়েছিল টয় ট্রেন চলাচল। সঙ্গে ধস সরিয়ে ট্র্যাক মেরামতের পর ১২ দিন পর মঙ্গলবার ফের পাহাড়ে ছুটল টয় ট্রেন। ফের টয় ট্রেন চালু হওয়ায় খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা।

প্রবল বৃষ্টির কারণে ১ সেপ্টেম্বর তিনধারিয়ার ১৭ মাইলে ধস নেমেছিল। ক্ষতিগ্রস্ত হয়েছিল রেল ট্র্যাক। এর ফলে বন্ধ হয়ে গিয়েছিল টয় ট্রেন চলাচল। দ্রুততার সঙ্গে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের কর্মীরা ধস সরিয়ে ট্র্যাক মেরামত করেছেন। তৈরি করা হয়েছে গার্ডওয়াল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অবশেষে ১২ দিন পর মঙ্গলবার ফের পাহাড়ে ছুটল টয় ট্রেন। এদিন সেটি ৩১ জন যাত্রী নিয়ে এনজিপি (NJP) থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছে। টয় ট্রেন চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটক ও পর্যটন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + nineteen =