দীর্ঘ আট বছর পর জামিনে (Bail) মুক্তি পেলেন নেতাই গণহত্যাকাণ্ডে অভিযুক্ত লালগড়ের সিপিআইএম নেত্রী ফুল্লরা মণ্ডল। শুক্রবার মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। সোমবার সুপ্রিম কোর্ট ফুল্লরা মণ্ডলের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করে। সেই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার মেদিনীপুর সংশোধনাগার থেকে বাড়ি ফেরেন সিপিআইএম নেত্রী। প্রসঙ্গত, ২০১১ সালে লালগড়ের নেতাই গ্রামের গণহত্যা কাণ্ডে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম উঠে আসে সিপিআইএমের তৎকালীন জেলা পরিষদ সদস্য ফুল্লরা মণ্ডলের। ২০১৪ সালে ফুল্লরা মণ্ডল গ্রেপ্তার হয়। এরপর হাইকোর্ট এবং পরে সুপ্রিম কোর্টে তার জামিনের জন্য দীর্ঘ লড়াই করেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্ট ২০ হাজার টাকা বেলবন্ডে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে। শুক্রবার ফুল্লরা মণ্ডলকে স্বাগত জানাতে সংশোধনাগারের বাইরে উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ, ডাঃ পুলিনবিহারী বাস্কে, বিজয় পাল সহ অন্যান্য জেলা নেতৃত্ব। তবে জামিনের পর তিনি পশ্চিম মেদিনীপুর জেলায় থাকতে পারবেন না বলে আদালত জানিয়েছে।