মোহনবাগানের চার বিদেশির আক্রমণ ভাগকে আটকে দিল ভারতীয়দের নিয়ে খেলা ডেম্পো স্পোর্টিং। ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগান দলকেও আটকে দিল তারা। ডেম্পোর বিরুদ্ধে গোলশূন্য ড্র করল সবুজ-মেরুন ব্রিগেড। ডেম্পোর রক্ষণের কাছে হার মানলেন দিমি-রবসন-ম্যাকলারেন- কামিংসরা। ডার্বি এখন মোহনবাগান ও ইইস্টবেঙ্গল দুই দলের জন্যই মরণ-বাঁচন ম্যাচ।
ভারতসেরা আইএসএল চ্যাম্পিয়নকে হারিয়ে ডেম্পো বুঝিয়ে দিল, ভারতীয় ফুটবলাররাও পারে। মূলত অ্যাকাডেমির তরুণ ফুটবলারদের নিয়ে এই সুপার কাপে খেলছে ডেম্পো। দুর্দান্ত লড়াই করছে ভারতীয় ছেলেরা। মোহনবাগান আক্রমণ চালিয়ে গেলেও ডেম্পোর ডিফেন্ডাররা নিজেদের জায়গায় অনড় ছিলেন। বল দখল ও শট নেওয়ার বিচারে মোহনবাগান এগিয়ে থাকলেও তেমন সুযোগ তৈরি করতে পারেনি জোসে মোলিনার দল। ম্যাচের সংযুক্ত সময়ে মনবীর বড় সুযোগ নষ্ট করেন। এছাড়াও একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল মোহনবাগানকে। ম্যাচ শেষে মোহনবাগান কোচ জোসে মোলিনা বলেন, “আমরা গোলের সামনে তেমন সফল হইনি। তবে আমার মনে হয়, পরিকল্পনা ঠিক মতো হয়নি। এটা আমার দোষ। দ্বিতীয়ার্ধে আমরা পরিস্থিতি বদলেছিলাম, আরও ভালো খেলতে পারতাম। তবে গোল না করলে কোনও লাভ নেই। ডার্বি দুই দলের জন্যই মরণবাঁচন ম্যাচ। আমরা তৈরি।”

