‘বিগ বি’র পর সচিনের হাতে গোল্ডেন টিকিট তুলে দিল বিসিসিআই

ভারতের মাটিতে ক্রিকেটের মহাযুদ্ধে শুরু হতে আর ১ মাসও বাকি নেই। এক এক করে সেজে উঠছে বিশ্বকাপের ১০টি ভেনু। একদিকে এগিয়ে আসছে দুর্গাপুজো। যার সঙ্গে বাঙালির আবেগ জড়িত। অন্যদিকে বিশ্বকাপ শুরু হওয়ার অপেক্ষাও একটু একটু করে কমছে। চলতি বছরের ৫০ ওভারের বিশ্বকাপ হবে উৎসবের মরসুমের মধ্যে। এ বার আসন্ন ওডিআই বিশ্বকাপ দেখার জন্য ক্রিকেট ঈশ্বরের হাতে গোল্ডেন টিকিট তুলে দিল বিসিসিআই। বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনের পর কিংবদন্তি সচিন তেন্ডুলকরের হাতে ওডিআই বিশ্বকাপের গোল্ডেন টিকিট তুলে দিলেন বিসিসিআই সচিব জয় শাহ। আপাতত দু’জনকে গোল্ডেন টিকিট দিয়েছে বিসিসিআই। বিগ-বি-র হাতে প্রথম গোল্ডেন টিকিট তুলে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এ বার, আজ শুক্রবার সচিন তেন্ডুলকরের বাড়িতে যান জয় শাহ। সেখানে তিনি সচিনের হাতে তুলে দেন গোল্ডেন টিকিট। বিসিসিআই সোশ্যাল মিডিয়া সাইট X এ সেই ছবি শেয়ার করেছে। ওডিআই বিশ্বকাপ শুরু হবে ৫ অক্টোবর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে গত বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং রানার্স নিউজিল্যান্ড। এ বারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + twelve =