১৫ বছর পর দিল্লির পুরনিগমও আপের দখলে, জয়ের পরই প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইলেন কেজরি

দীর্ঘ ১৫ বছরের বিজেপি-রাজত্বের অবসান ঘটিয়ে দিল্লি পুরনিগমের ক্ষমতা দখল করেছে আপ। এই প্রথমবার কোনও নির্বাচনে বিজেপিতে উৎখাত করে ক্ষমতা প্রতিষ্ঠানের নজির গড়ল আম আদমি পার্টি। আর ঐতিহাসিক জয়ের পরই কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাই।’

অধিকাংশ বুথ ফেরত সমীক্ষায় আপের বিপুল জয়ের পূর্বাভাস দেওয়া হলেও বুধবার ভোটগণনা শুরু হওয়ার পরে বিভিন্ন ওয়ার্ডে আপ এবং বিজেপি প্রার্থীদের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গিয়েছিল। তবে ধীরে ধীরে জয়ের দিকে এগোতে থাকে কেজরির দল। বেলা যত বাড়তে থাকে বিজেপির সঙ্গে জয়ের ব্যবধানও ততই চওড়া হতে থাকে। বিকেল গড়াতেই স্পষ্ট হয়ে যায়, ১৫ বছর পরে দিল্লি পুরভোটে হারতে চলেছে বিজেপি।

রাজধানীতে বিজেপির টানা দেড় দশকের পুর-শাসনকালের সমাপ্তি ঘটল সেই সঙ্গে। বিধানসভার মতো দিল্লি পুরনিগমেও শুরু হচ্ছে ঝাড়ু-রাজ। ওয়ার্ড সংখ্যার বিচারে গত বারের ভোটে আপের প্রাপ্তি ছিল ৪৮ (২৭০ আসনে ভোট হয়েছিল)। এ বার ২৫০ আসনের মধ্যে আপ জিতেছে ১৩৪টি আসন। ২০১৭-এর তুলনায় ৮৬টি বেশি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট বলছে, আপ এ বছর পেয়েছে ৪২.২ শতাংশ ভোট। ২০১৭ সালের পুরভোটে আপ ভোট পেয়েছিল ২৬.২৩ শতাংশ।

বুধবার গণনার ফল স্পষ্ট হতেই সাংবাদিক বৈঠকে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধানের মন্তব্য, ‘আমাদের দুর্নীতির অবসান ঘটাতে হবে, দিল্লিকে পরিচ্ছন্ন করতে হবে। দিল্লির উন্নয়নে আমি কেন্দ্রের সাহায্য এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশীর্বাদ চাইছি।’

এরপরই দিল্লির আমজনতার উদ্দেশে কেজরিওয়াল বার্তা দিয়ে বলেন— ‘এই জয় মানুষের জয়। যাঁরা আমাদের ভোট দিয়েছেন, আমি তাঁদের কাছে কৃতজ্ঞ। যাঁরা আমাদের ভোট দেননি, আমরা প্রথমে তাঁদের উদ্বেগের জায়গাগুলি খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করব।’ মহিলাদের সঙ্গে সুলভ শৌচালয়, স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা, স্কুল থেকে হাসপাতালের উন্নতিসাধনের মতো বিভিন্ন কাজের জন্যই জনতা আপকে ভোটে জিতিয়েছে বলে দাবি করেন কেজরি (Arvind Kejriwal)। বলেন, ‘হাসপাতাল, স্কুলের উন্নতির জন্য দিনরাত পরিশ্রম করেছি আমরা। এবার জনতা আমাদের দিল্লিকে দুর্নীতি মুক্ত করার দায়িত্ব দিয়েছে।’ দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘এই জয় নিয়ে অহংকার করলে চলবে না। ঔদ্ধত্য মানুষের পতনের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ ক্ষমা করে দিলেও ঈশ্বর করবেন না।’

সেই সঙ্গে দিল্লিবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আপ প্রধান বলেন, ‘আই লাভ ইউ দিল্লি।’ তাঁর কথায়, ‘শুধু জয় নয়, এটা বড় দায়িত্ব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =