পলিগ্রাফ পরীক্ষার দ্বিতীয় দিনে ৫০ টি প্রশ্নের উত্তর দিয়েছে আফতাব

শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার পলিগ্রাফ পরীক্ষা শুক্রবারও চলল। দিল্লির ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতেই এদিন বেলা ১১টা ৫০ মিনিট নাগাদ আফতাবের দ্বিতীয় দফায় পলিগ্রাফ পরীক্ষা শুরু হয়। এদিনের পলিগ্রাফ পরীক্ষায় তাৎপর্যপূর্ণ বিষয় হল, তদন্তকারীদের প্রশ্নের জবাব ইংরেজিতে দেয় আফতাব।

জানা গিয়েছে, এদিন পলিগ্রাফ পরীক্ষার সময় তদন্তকারীরা আফতকাবকে হিন্দিতে প্রশ্ন করেন। আর সমস্ত প্রশ্নের জবাব ইংরেজিতে দেয় আফতাব। তদন্তকারীরা মোট ৫০টি প্রশ্ন করেন। যার মধ্যে শ্রদ্ধাকে খুন করার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন করার পাশাপাশি আফতাবের স্কুল ও কলেজজীবন নিয়েও নানান প্রশ্ন করা হয়। আফতাবের মানসিক অবস্থা বুঝতেই বিশেষজ্ঞরা তার ছোটবেলা সম্পর্কে নানা প্রশ্ন করেন বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, দিল্লির রোহিণীতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে বৃহস্পতিবারই আফতাবের পলিগ্রাফ পরীক্ষা শুরু হয়। সেদিন আফতাবকে প্রায় ৪০টি প্রশ্ন করা হয়। তারপর এদিন দ্বিতীয় দফায় ৫০টি প্রশ্ন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + three =