জি-২০-র স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন

ভারতের উদ্যোগে জি-২০ জোটের স্থায়ী সদস্যপদ পেল আফ্রিকান ইউনিয়ন। শনিবার মহা সম্মেলনের মঞ্চ থেকে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই প্রধানমন্ত্রী দপ্তরের তরফ থেকে টুইট করে এই ঘটনাকে ‘মাইলস্টোন’ বলে উল্লেখ করা হয়েছে। সব সদস্য মিলে বিশ্ব জুড়ে তৈরি হওয়া বিশ্বাসের সঙ্কট কাটাতে হবে বলেও বার্তা দিয়েছেন মোদি।

এদিন ভারত মণ্ডপমে উপস্থিত ছিলেন আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানি। জি-২০ জোটে তাঁকে আমন্ত্রণ জানান মোদি। তিনি বলেন, ‘সকলের সম্মতিতে আফ্রিকান ইউনিয়নকে জি-২০ জোটের স্থায়ী সদস্য করা হল। ইউনিয়নের প্রেসিডেন্ট আজালি আসুমানিকে এই জোটে তাঁর আসন গ্রহণ করার অনুরোধ জানানো হচ্ছে।’ মোট ৫৫টি সদস্য স্টেটকে নিয়ে এই আফ্রিকান ইউনিয়ন তৈরি, যা মূলত আফ্রিকার দেশগুলির প্রতিনিধিত্ব করে। তবে কূটনীতিকরা বলছেন, আফ্রিকান ইউনিয়ন যুক্ত হলেও জি-২০ নামটি বদলে যাবে না। পিএমও-র তরফে টুইটে লেখা হয়েছে, আফ্রিকান ইউনিয়নের সদস্যপদ প্রাপ্তি জি ২০ সম্মেলনের জন্য একটা মাইলস্টোন। মনে করা হচ্ছে, বিশ্বের দরবারে অন্যান্য দেশগুলির সঙ্গে আফ্রিকাও যাতে প্রাধান্য পায় তাঁর জন্যই মোদির এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + sixteen =