বিশ্বকাপে আফগানিস্তানের মেন্টর জাডেজা!

ভারতের মাটিতে বিশ্বকাপ। তার জন্য প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে নারাজ আফগানিস্তান ক্রিকেট টিম। কয়েক সপ্তাহ আগে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছিল তারা। সেসময় বিশ্বের এক নম্বর টিম পাকিস্তান। বাবরদের কাছে ০-৩ ব্যবধানে হার আফগানিস্তানের। এশিয়া কাপে এক ম্যাচে নাটকীয় পারফরম্যান্স করলেও গ্রুপ পর্বেই বিদায়। ভারতে ওয়ান ডে বিশ্বকাপে ছাপ মেলতে মরিয়া রশিদ খানরা। এমনিতেই ভারতকে সেকেন্ড হোম বলা যায় আফগানিস্তান ক্রিকেট টিমের কাছে। নয়ডা, দেরাদুনে প্রচুর হোম সিরিজ খেলেছে আফগান ক্রিকেট দল। বিশ্বকাপের আগে আরও একটা চমক দিল আফগান দল। ওয়ান ডে বিশ্বকাপের জন্য ভারতের প্রাক্তন অধিনায়ক অজয় জাডেজাকে মেন্টর নিয়োগ করল আফিস্তান। বোর্ডের পক্ষ থেকে এই খবর দেওয়া হয়। দলকে নিয়ে প্রস্তুতিতেও নেমে পড়েছেন জাডেজা। আফগানিস্তান বোর্ডের তরফে ঘোষণা করা হয়, ভারতের প্রাক্তন অধিনায়ক তথা মিডল অর্ডার ব্যাটার অজয় জাডেজাকে বিশ্বকাপের জন্য মেন্টর নিয়োগ করা হল। সঙ্গে রশিদদের সঙ্গে প্র্যাক্টিসের ছবি। রশিদ খানকে ব্যাটিংয়ের পরামর্শ দিচ্ছেন অজয় জাডেজা। ভারতের এই প্রাক্তন ক্রিকেটারের কেরিয়ার নানা দিক থেকেই বর্ণময়। ভারতের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটার, ফিল্ডিংয়ে দুর্দান্ত। তাঁর রানিং বিটউইন দ্য উইকেট সে সময় অনেকের কাছে উদাহরণ ছিল। দেশকে ১৩টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। খেলেছেন ১৯৬টি ম্যাচ। ৩৭.৪৭ গড়ে করেছেন ৫৩৫৯ রান। ছ’টি সেঞ্চুরি এবং ৩০টি হাফসেঞ্চুরি। দেশের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৬ বিশ্বকাপে মাত্র ২৫ বলে ৪৫ রানের ইনিংস, তাঁর কেরিয়ারের একটা স্মরণীয় মুহূর্ত। ১৯৯২-২০০০ অবধি ১৫টি টেস্টও খেলেছেন। ব্যাটিং স্টাইল এবং তাঁর ‘স্টাইলের’ জন্য খেলোয়াড় জীবনে তরুণীদের হার্টথ্রব ছিলেন অজয় জাডেজা। তবে তাঁর কেরিয়ারে অন্ধকারও নেমে আসে। গড়পেটায় অভিযুক্ত হয়েছিলেন। পাঁচ বছরের জন্য নির্বাসিত করা হয় জাডেজাকে। বেশ কিছু সিনেমাতেও অভিনয় করেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে দিল্লি হাইকোর্টে আবেদনও করেন। যদিও তা খারিজ হয়ে যায়। নির্বাসন কাটিয়ে ঘরোয়া ক্রিকেটে রাজস্থান টিমের প্লেয়ার তথা কোচ হিসেবে ছিলেন। পরবর্তীতে ধারাভাষ্যও দিয়েছেন। এ বার তাঁর কাছে নতুন চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =