বিয়ে করলেন আফগান ক্রিকেট তারকা রশিদ খান

কাবুল : গুঞ্জন ছিল আফগান ক্রিকেট তারকা রশিদ খান কবে বিয়ে করছেন। অবশেষে সেই গুঞ্জনের সমাপ্তি ঘটলো বৃহস্পতিবার। বিয়ে করলেন আফগানিস্তানের টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। তবে একা নন, এক দিনে বিয়ে করেছেন তাঁর তিন ভাইও।

বৃহস্পতিবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে রশিদ ও তাঁর তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান শুভ বিবাহ সম্পন্ন করলেন। পশতুন রীতি অনুযায়ী বিয়ে করেছেন রশিদ ও তাঁর তিন ভাই। তবে তাঁদের স্ত্রীদের নাম ও পরিচয় জানা যায়নি। রশিদের বিয়ে উপলক্ষে হোটেলের ভেতরে ও বাইরে ছিল কড়া নিরাপত্তা। গভীর রাত পর্যন্ত চলেছে বিয়ের অনুষ্ঠান। ছিল ব্যাপক খানাপিনার ব্যবস্থা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রশিদের সতীর্থ মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ, বোর্ডের প্রধান নির্বাহী নসিব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 9 =