আইএফএ শিল্ড ফাইনালে হারের পর সুপার কাপের জন্য গোয়াতে নিজেদের সেরা দিতে মরিয়া ইস্টবেঙ্গল। অনুশীলনের মাঠ নিয়ে সমস্যার মাঝেই অস্কার ব্রুঁজো ডেম্পো ম্যাচের ছক কষছেন। ভার্চুয়াল সাংবাদিকদের সম্মেলনে জানালেন, সুপার কাপ জিতে এএফসি’র টুর্নামেন্টে খেলতে চান তিনি। এদিকে ডেম্পো গোয়ার স্থানীয় ক্লাব। সেক্ষেত্রে তাদের একটা সুবিধা থাকবে, তবে বহুদিন পর দেশের বড় মঞ্চে খেলবে ডেম্পো। ফলতঃ ইস্টবেঙ্গলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে চাপ থাকবে তাদের উপরই।
এদিকে গোয়া নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন অস্কার। ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত স্পোর্টিং ক্লুব দ্য গোয়ার কোচ ছিলেন তিনি। সেই সময়ই তাঁর স্ত্রীর সঙ্গে গোয়াতে আলাপ হয়। অস্কার জানালেন, “সুপার কাপ জিতলে এএফসি’র টুর্নামেন্টে সরাসরি খেলা যায়। আমরা প্রমাণ করতে চাই, ভারতের সেরা ক্লাবগুলির মধ্যে ইস্টবেঙ্গল অন্যতম। সুপার কাপে কোনও ম্যাচ হালকাভাবে নেওয়া যাবে না। গত মরশুমে আমরা খুব ভালো পারফর্ম করতে পারিনি। এই বছর সমর্থকদের জন্য ভালো কিছু করতে চাই। ফুটবলাররা তৈরি, তারা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।”
পাশাপাশি অস্কার জানিয়ে দেন, সুপার কাপের প্রথম ম্যাচে দেবজিৎ খেলতে পারবেন না। তিনি বলেন, “ডেম্পোর বিরুদ্ধে দেবজিতকে খেলানোর কথা ভেবেছিলাম। কিন্তু এদিন অনুশীলনে ও চোট পেয়েছে।” সুতরাং, গোলকিপারের জায়গায় প্রভূসুখান গিলকেই দেখা যাবে।
অন্যদিকে একই দিনে সন্ধ্যায় মোহনবাগান নামতে চলেছে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। আইএফএ শিল্ড জিতে যথেষ্ট আত্মবিশ্বাসী বাগান শিবির। সুপার কাপেও জেতার লক্ষ্য নিয়ে নামবে সবুজ-মেরুন ব্রিগেড। সুপার কাপের প্রথম ম্যাচে নামার আগে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত সপ্তাহে আইএফএ শিল্ডে আমরা বেশ কয়েকটি ম্যাচ খেলেছি। মরশুমের শুরুটা আমাদের ভালো না হলেও আইএফএ শিল্ড জিতেছি। এই জয় দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। সুপার কাপের মতো টুর্নামেন্টের জন্য আমরা তৈরি। আইএফএ শিল্ডে খেলার পর দলের ফুটবলারদের ফিটনেসে উন্নতি হয়েছে।”

