কুলতলি : দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার অন্তর্গত গড়ানকাটি গ্রামে। রবিবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা লখাই ঘাটার বাড়িতে বেশ কয়েকজন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পরিবারের সদস্যদের হাত, পা, মুখ বেঁধে ডাকাতি করে। নগদ টাকা, সোনা ও রূপোর গয়না মিলিয়ে লক্ষাধিক টাকার সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার ভর সন্ধ্যায় বাড়িতে ছিলেন পরিবারের সকল সদস্য। হঠাৎ করেই নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে প্রবেশ করে কয়েকজন অপরিচিত ব্যক্তি। তারা দরজার কাছে আসতেই লোডশেডিং হয়ে যায় বাড়িতে। অন্ধকারের মধ্যে কে বা কারা নাম ধরে ডাকতে ডাকতে বাড়ির মধ্যে প্রবেশ করলো, তা বুঝে ওঠার আগেই ডাকাত দল ধারালো অস্ত্র দেখিয়ে পরিবারের সদস্যদের হাত, পা বেঁধে বাড়িতে থাকা নগদ টাকা ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়।
পরিবারের একটি শিশুর হাত খোলা অবস্থায় ছিল, ওই শিশুই তার মায়ের হাত খুলে দেয়। এরপর অন্যান্য সদস্যদের হাত খোলার পর তাঁরা প্রতিবেশীদের ডাকেন। বাড়িতে আসেন আজিজুল মিস্ত্রি নামে এক প্রতিবেশী। তিনি পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে আসে কুলতলি থানার পুলিশ। ডাকাতির মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই ডাকাতির ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।