বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজো নিয়ে প্রশাসনিক বৈঠক

নিজস্ব প্রতিবেদন, বারাসাত: বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজো নিয়ে দর্শনার্থী ও বারাসাতবাসী উভয়ের বিষয়েই দৃষ্টি দিতে চলেছে পুলিশ প্রশাসন। পাশাপাশি ইউনেস্কোর পুরষ্কার পেতে হবে বারাসাতের কালীপুজোকে দাবি পুলিশ সুপার প্রতিক্ষা ঝাড়খারিয়ার। বারাসতের কালী পুজোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য প্রশাসনিক বৈঠকে এমনই আবেদন রাখলেন বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খারিয়া। তাতে সিলমোহর দিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ। শুক্রবার বিকেলে বারাসাত রবীন্দ্রভবনে উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, পুলিশ সুপার প্রতিক্ষা ঝাড়খারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার অতিশ বিশ্বাস, রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ-সহ অন্যান্যদের উপস্থিতিতে বারাসাত ও মধ্যমগ্রামের কালীপুজো নিয়ে দর্শনার্থীদের ভিড় সামাল দেওয়া, গাড়ি চলাচলের ক্ষেত্রে জাতীয় সড়কগুলিতে বিধি-নিষেধ, পুজো উদ্যোক্তাদের বিভিন্ন নির্দেশিকা এবং সার্বিক নিরাপত্তার বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক হয়। পুলিশ সুপার বলেন, ‘পুজোর দিনগুলিতে ট্রাফিক চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। অত্যাধিক ভিড় হলে বা কিছু নির্দিষ্ট সময়ের জন্য ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি পুজো পাসের অপব্যবহার আটকাতে পাসের নিয়ন্ত্রণ করা হবে। বারাসাতবাসীর যাতায়াতের ক্ষেত্রে তাঁদের পরিচয়পত্র দেখালে ছাড় পাবেন। সেই সঙ্গে যানজট এড়াতে যত্রতত্র অস্থায়ী দোকানপাটের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হবে।’ খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘দীপ সম্মানের ক্ষেত্রে পুরসভাগুলিকে সাহায্য করার জন্য, কালীপুজো যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে সবাইকে এগিয়ে আসতে হবে। এদিন কালীপুজোর গাইড ম্যাপেরও উদ্বোধন করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + eleven =