মালবাজারে মমতার সফর নিয়ে শুরু প্রশাসনিক তৎপরতা

মালবাজার : জলপাইগুড়ির মাল ব্লকের তেসিমলা গ্রাম পঞ্চায়েতের পূর্ব হায়হায় পাথার এলাকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিদির আসার সম্ভাবনা প্রবল। ইতিমধ্যে প্রশাসনিক ব্যস্ততাও তুঙ্গে উঠেছে। মাল শহর নাগোয়াতে তেশিমলা গ্রাম পঞ্চায়েত বহু মানুষ অপেক্ষা করছে দূর থেকে হলেও রাজ্যের মুখ্যমন্ত্রীকে একবার দেখবার জন্য। মাল শহরের বিসর্জন ঘাটের হড়পা বানে ছিনিয়ে নিয়েছে আটটি প্রাণ। উদ্ধার কার্যে অন্যদের সঙ্গে হাত লাগিয়েছিলেন তেশিমলার বাসিন্দারাও। এখনও প্রশাসনিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের চূড়ান্ত সূচি জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী হড়পা বানে প্রয়াতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে মাল বাজারে আসতে পারেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার উত্তরবঙ্গ সফরে মালবাজারে আসতে পারেন। যা নিয়ে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে উঠেছে। এবার মুখ্যমন্ত্রী মাল শহরের পাশে তেসিমলা গ্রাম পঞ্চায়েতে একটি খামার বাড়িতেই থাকতে পারেন। খামারবাড়িটি মহেশতলার তৃণমূল কংগ্রেসের বিধায়ক দুলাল দাসের। ২০০৬ সালে এই খামার বাড়িতেই এসে ছিলেন তৎকালীন লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকেই যোগ দিয়েছিলেন মাল শহরের কলোনি ময়দানে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সমাবেশে।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা শুরু হয়ে গেছে। খামারবাড়িটিও আরও সুদৃশ্যভাবে সাজানো হচ্ছে। এলাকায় বিদ্যুতের ব্যবস্থা চাঙ্গা করা হচ্ছে। পথের ধারে ঝোপঝারের পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। তেশিমলা এলাকায় রাস্তা কিছুটা খানাখন্দ যুক্ত আছে। সেই রাস্তাও মেরামতির কাজ শুরু হয়েছে। প্রশাসনিক মহল দফায় দফায় বৈঠক করছে। মুখ্যমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায়ও বৈঠক হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =