নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর প্রতিবাদে বাঁকুড়ায় প্রতিবাদ মিছিল করল আদিবাসী সমাজ। শুক্রবার বাঁকুড়ার তামিলিবান্ধ থেকে বাজারে মিছিল করার পাশাপাশি জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখায় তারা।
সম্প্রতি সারা দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি লাগুর উদ্যোগ নিয়েছে কেন্দ্রের সরকার। এরজন্য খুব শীঘ্রই ইউসিসি বিল আনতে চলেছে কেন্দ্রের সরকার। আদিবাসী সমাজের দাবি, এই অভিন্ন দেওয়ানি বিধি লাগু হলে আদিবাসীদের এতদিন ভোগ করে আসা বিভিন্ন সাংবিধানিক অধিকার খর্ব হবে। তাই অভিন্ন দেওয়ানি বিধি বিল আসার আগেই রীতিমতো আন্দোলনে নামেন আদিবাসী সমাজের লোকজন। তাঁদের দাবি, এই প্রতিবাদ মিছিল করে তাঁরা জেলাশাসকের মাধ্যমে ভারতের ল কমিশন ও রাষ্ট্রপতিকে তাঁদের আপত্তির কথা জানাতে চান। বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নির্দিষ্ট জায়গায় পাঠানো হবে বলে জানিয়েছে তারা।