বিধানসভায় অদিতির গান

কলকাতা: বসন্তের রঙ লাগল বিধানসভার অন্দরেও। দোল ও হোলির ছুটির আগে বিধানসভার অধিবেশনের শেষ পর্বে হল গান।বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সীকে দু -এক কলি গান শোনানোর অনুরোধ জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অন্য সদস্যরাও একই আবদার করেন। সকলের সম্মিলিত অনুরোধে রবীন্দ্র সঙ্গীত গেয়ে শোনান অদিতি। জি বাংলার জনপ্রিয় শো সারেগামাপা-তে অংশগ্রহণ করেছেন অদিতি মুন্সী। তখনই তাঁর সুরের জাদু দেখেছিলেন বঙ্গবাসী। ২০২১-এর বিধানসভা ভোটে অদিতিকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। রাজারহাট-গোপালপুর থেকে জিতে বিধায়ক হন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 6 =