শাহের সঙ্গে বৈঠক করতে এবার দিল্লিতে যাচ্ছেন শুভেন্দু

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পর এবার দিল্লিতে পা রাখতে চলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  বিজেপির অন্দরমহল সূত্রে খবর, আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন শুভেন্দু। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের  সঙ্গে মুখোমুখি বৈঠকেও বসতে পারেন তিনি। শুধু স্বরাষ্ট্রমন্ত্রীই নয়, আরও কয়েকদিন পর কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-এর সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আবহে এইভাবে পরপর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে অমিত শাহের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা বাতিল হয় গুজরাত জয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেওয়ার জেরে।

এখনও পর্যন্ত ব্ঙ্গ স্যাফ্রন ব্রিগেড সূত্রে খবর, সব ঠিক থাকলে ১৩ তারিখে দিল্লিতে অমিত শাহের মুখোমুখি হতে পারেন শুভেন্দু। সে ক্ষেত্রে রাজ্যের বর্তমান পরিস্থিতিই হতে পারে মূল আলোচ্য বিষয়। কারণ, পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে একদিকে যখন সব রাজনৈতিক দলের নেতারা প্রচার ময়দানে নেমে পড়েছেন, তখন জায়গায় জায়গায় প্রতিনিয়তই উদ্ধার হচ্ছে বোমা। শুধু তাই নয়,  বিস্ফোরণের ঘটনাও ঘটে গেছে বেশ কয়েকটি।  তার জেরে ক্ষয়ক্ষতির পরিমাণও কম নয়। এরই পাশাপাশি বিরোধীদের অন্যতম অস্ত্র হতে চলেছে দুর্নীতি। নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক সহ আরও অনেকেই। তাই এবার নির্বাচনের আগে সেই হাতিয়ার বিরোধীরা কীভাবে কাজে লাগাবে, সে বিষয়েও আলোচনা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিরোধী দলনেতার এই বৈঠকে। সূত্রে খবর, শুধু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীই নন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে নাড্ডার মুখোমুখিও হতে পারেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − six =