আরও এক শিশুর মৃত্যু বিসি রায় শিশু হাসপাতালে, বুধবার মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫ -এ

বিসি রায় শিশু হাসপাতালে ফের মৃত্যু হল আরও এক শিশুর।অর্থাৎ কলকাতায় বুধবারই মৃত্যু হল ৫ শিশুর। বিসি রায় হাসপাতাল সূত্রে খবর, মৃত শিশুটির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। পাশাপাশি এও জানানো হয়েছে, বিগত কয়েকদিন ধরে জ্বর,সর্দি, কাশি থাকায়, অনাথ সিং এবং অষ্টমী সিং তাঁদের এক বছর তিন মাসের শিশুকে প্রথমে ভর্তি করেন ক্যানিংয়ের একটি স্থানীয় হাসপাতালে। এরপর গত ১৮ তারিখ, তাঁকে কলকাতার ফুলবাগানে বিসি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। তবে  এরপর শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে বলে খবর। ১৯ তারিখ অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাকে আইসিইউ-তে রাখা হয়েছিল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ মৃত্যু হয় তার।

এই ঘটনায় চিকিৎকরাও জানাচ্ছেন জ্বর, সর্দি কাশি-সহ শ্বাসকষ্টের সমস্যা ছিল শিশুটির। টেস্টে জানা যায় তার শরীরে থাবা বসিয়েছে অ্যাডিনো ভাইরাস। এ কথা জানানো হয় শিশুটির পরিবারকেও। তবে চিকিৎসা চলতে চলতেই মৃত্যু হয় তাঁর। এদিকে গোটা রাজ্যেই ক্রমে অ্যাডিনো ভাইরাসে আক্রন্তের সংখ্যা হু হু করে বেড়ে চলেছে। গতকাল রাত থেকে এদিন দুপুর পর্যন্ত বিসি রায় শিশু হাসপাতালেই মৃত্যু হয়েছে তিনজন শিশুর। আর তাতেই আরও বেড়েছে উদ্বেগ। অন্যদিকে রাজ্যের অন্যান্য সরকারি সব হাসপাতালেই শিশু ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − eighteen =