দু’বছর ধরে কোভিডের জেরে ঠাকুর দেখা সেভাবে হয়নি। তাই এবার দুর্গাপুজোটা সুদে-আসলে পুষিয়ে নিতে চান সকলেই। পুজোয় যে এবার বাড়তি ভিড় হবে, তা অনুমান করা যাচ্ছে। রাতভর ঠাকুর দেখার লাইনও বাড়বে। যাতে মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারেন সেজন্য রাতভর ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। শিয়ালদা ও হাওড়ায় সে কারণে গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে। শিয়ালদা ডিভিশন সপ্তমী থেকে নবমী প্রতি রাতে ২০টি বাড়তি ট্রেন চালানো হবে।শিয়ালদহ-দমদম-নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-বনগাঁ, রানাঘাট-বনগাঁ ও শিয়ালদহ দক্ষিণ শাখায় চলবে বাড়তি ট্রেন। একঝলকে দেখে নিন রাতে কখন, কোন শাখায় ট্রেন পাওয়া যাবে –
- শিয়ালদা থেকে রানাঘাট – শেষ ট্রেন ছাড়বে রাত ১২.৪০ মিনিটে
- রানাঘাট থেকে শিয়ালদা – ট্রেন ছাড়বে রাত ১১.৪৫ মিনিটে
- শিয়ালদা থেকে নৈহাটি – শেষ ট্রেন রাত ১১.৪৫ মিনিট, ২.৩০ মিনিটে
- নৈহাটি থেকে শিয়ালদহ – ট্রেন ছাড়বে রাত ১২.২৫, ২.৫৫ মিনিটে
- শিয়ালদা থেকে বনগাঁ লোকাল – রাত ১২.৪০ মিনিটে
- শিয়ালদহ থেকে ডানকুনি লোকাল – রাত ১১.৩০মিনিটে
- বনগাঁ থেকে শিয়ালদা – রাত ১১.৫৫ মিনিটে
- ডানকুনি থেকে শিয়ালদা – রাত ১২.২৫ মিনিটে
- রানাঘাট থেকে বনগাঁ ও বনগাঁ থেকে রানাঘাট – রাত ৯.৫৬ মিনিট, ১০টা
- শিয়ালদা দক্ষিণ শাখায় বারুইপুর থেকে ট্রেন ৪.৩৮ মিনিট, রাত ১.২৫ মিনিট, ৩.১০ মিনিটে
- বজবজ থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১২.৩০টায়
- বজবজের জন্য ছাড়বে রাত ১১.৩০টায়
- শিয়ালদা থেকে বারুইপুরের মধ্যে ট্রেন চলবে বিকেল ৩.২০, রাত ১২.৩০, ও ২.২০ মিনিটে
হাওড়া লাইনেও চলবে বাড়তি ট্রেন।
- ব্যান্ডেল লোকাল ছাড়বে রাত ১২.৪৫ ও রাত ১টা
- বর্ধমান মেন লাইনে ১.৫১ মিনিটে
- ব্যান্ডেল থেকে ট্রেন পাওয়া যাবে রাত ১১টা ও সাড়ে ১১টায়
- বর্ধমান থেকে রাত সাড়ে ১১টায় ছাড়বে হাওড়াগামী ট্রেন
- হাওড়া থেকে ছাড়বে কর্ডের ট্রেন রাত ১.১৫ মিনিটে
- বধর্মান থেকে ছাড়বে রাত সাড়ে ১০টায়
- শেওড়াফুলি থেকে তারকেশ্বরের ট্রেন ছাড়বে রাত ১২.২৫ মিনিটে
- তারকেশ্বর থেকে রাত ১১টার সময় হাওড়াগামী ট্রেন ছাড়বে