মাথাব্যথা বাড়াচ্ছে বৈদ্যুতিন বর্জ্য, ই-ওয়েস্ট ড্রপ বক্স বসানোর ভাবনা শহরে

কলকাতা: ডিজিটাইজেশনের পথে হাঁটছে ভারত। বাড়ছে যন্ত্র নির্ভরতা। বাড়ছে গ্যাজেট নির্ভরতা। একই সঙ্গে মাথাব্যথা হয়ে উঠছে বাতিল গ্যাজেট, বৈদ্যুতিন সরঞ্জাম কোথায় ফেলা হবে?

এতদিন জঞ্জাল ফেলা নিয়ে কথা হল, খারাপ হওয়া বৈদ্যুতিন সরঞ্জাম কোথায় ফেলা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা। এ বার সমস্যার সমাধান করতে পদক্ষেপ করল কলকাতা পুরসভা। এ বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এ বার থেকে শহরে বাতিল বৈদ্যুতিন সরঞ্জাম ফেলার জন্য ই-ওয়েস্ট ড্রপ বক্স বসানো হবে।ভাঙা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি-সহ বাতিল বৈদ্যুতিন সরঞ্জাম ফেলা যাবে সেখানেই। পরীক্ষামূলক ভাবে কলকাতা পুরসভার অধীন তিনটি বোরোতে এই ধরনের বক্স বসিয়ে কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার এক কর্তা বলছেন, ‘প্রতিদিন কলকাতা শহরের উপর বৈদ্যুতিন বর্জ্য পদার্থের চাপ বাড়ছে। কারণ মানুষের দৈনন্দিন জীবনে বৈদ্যুতিন সামগ্রীর ব্যবহার গত কয়েক বছরের মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছে। তাই বাতিল বৈদ্যুতিন সামগ্রীর জন্য আমাদের পৃথক বন্দোবস্ত করতেই হত। কারণ শহরের মানুষের কাছ থেকে আমাদের কাছে তেমন রিপোর্ট আসছিল। তাই দ্রুততার সঙ্গে এই পদক্ষেপ করা হয়েছে।’

এখন শহর জুড়ে ই-ওয়েস্ট ড্রপ বক্স বসানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। প্রথমে কলকাতা পুরসভার ১, ৯ ও ১৬ নম্বর বোরোতে এই ধরনের বক্স চালু করা হয়েছে।

মোবাইল ফোন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভির মতো বৈদ্যুতিন জঞ্জাল সাধারণ বর্জ্যের মতো যেখানে সেখানে ফেলে দেওয়া যায় না। এতে পরিবেশের ক্ষতি। সে কারণেই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। নতুন এই পদ্ধতি শহর জুড়ে শুরু হলে এখন থেকে বাড়ির কাছেই থাকবে এই ই-ওয়েস্ট ড্রপ বক্স। সেই ড্রপ বক্সে বৈদ্যুতিন বর্জ্য ফেললে তা তুলে নিয়ে যাবে কলকাতা পুরসভা। পরে সেই সব বাতিল বৈদ্যুতিন সরঞ্জামের বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করে তোলার জন্য পাঠানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =