নয়াদিল্লি : ঘুষ-কাণ্ডে ফের একবার গৌতম আদানিকে গ্রেফতারের দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। একইসঙ্গে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, তাঁর (গৌতম আদানি) কারাগারে থাকা উচিত অথচ সরকার তাঁকে রক্ষা করছে।” আদানি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে বুধবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন রাহুল গান্ধী।
লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেছেন “আপনারা মনে করেন আদানি অভিযোগগুলি মেনে নেবে? স্পষ্টতই তিনি অভিযোগ অস্বীকার করতে চলেছেন। মূল বিষয় হল, আমরা বলেছি তাঁকে গ্রেফতার করতে হবে।
ছোটখাটো অভিযোগে শতাধিক মানুষকে গ্রেফতার করা হচ্ছে এবং ভদ্রলোক (গৌতম আদানি) আমেরিকায় হাজার কোটি টাকার জন্য অভিযুক্ত হয়েছেন, তাঁর কারাগারে থাকা উচিত অথচ সরকার তাঁকে রক্ষা করছে।”