অভিনেতা পরেশের বেফাঁস মন্তব্য, থানায় অভিযোগ মহম্মদ সেলিমের

নিজস্ব প্রতিবেদন, কলকাতা: গুজরাতে বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রচারে গিয়ে ‘মাছে-ভাতে বাঙালি’কে নিয়ে বেফাঁস মন্তব্য করেন পরেশ রাওয়াল। বিতর্ক বাড়তেই চাপের মুখে পড়ে ক্ষমাও চান অভিনেতা। তবে এবার অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তালতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। তাঁর দায়ের করা অভিযোগকে এফআইআর হিসেবে বিবেচনা করার জন্য পুলিসের কাছে আর্জি জানিয়েছেন সিপিএম নেতা।
সেলিমের অভিযোগ, ‘অভিনেতার ওই মন্তব্য বাঙালিদের প্রতি অবমাননাসূচক। এখন বহু বাঙালি রাজ্যের বাইরে থাকেন। তাই তাঁর আশঙ্কা, অভিনেতা পরেশ রাওয়ালের ওই মন্তব্যের জেরে তাঁরা কুসংস্কারবশত টার্গেট হতে পারেন!’
পুলিসকে লেখা চিঠিতে সেলিম শত্রুতা তৈরিতে উসকানি, ইচ্ছাকৃত অপমান, জনগণের সঙ্গে দুর্ব্যবহার, ভারতীয় সংবিধানের একাধিক ধারায় পরেশ রাওয়ালকে অভিযুক্ত করারও দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, পরেশ রাওয়ালের মন্তব্যকে তীব্র ধিক্কার জানিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেসও।
গুজরাতে নির্বাচনের প্রচারে অভিনেতা বলেছিলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম বাড়লে তা আবার সস্তা হয়ে যাবে। যদি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, তা কমে যাবে। মানুষ চাকরিও পাবেন। মুদ্রাস্ফীতির সমস্যা গুজরাতের মানুষ সহ্য করতে পারে। কিন্তু যদি দিল্লির মতো রোহিঙ্গা ও বাংলাদেশিরা আপনার বাড়ির পাশে থাকতে শুরু করে, তাহলে গ্যাস সিলিন্ডার দিয়ে কী হবে? বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =