নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল খোদ পুলিশেরও। চাকরির পাইয়ে দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার কলকাতা পুলিশের এসিপি সোমনাথ ভট্টাচার্য। সূত্রে খবর, অভিযুক্ত অফিসারকে গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারেট।
ব্যারাকপুর কমিশনারেট সূত্রে খবর, বিভিন্ন সরকারি দফতরে অস্থায়ী পদে চাকরি এবং মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে কলকাতা পুলিশের আর্মড ব্যাটেলিয়নের এ সি পি সোমনাথ ভট্টাচার্যকে সোমবার গ্রেপ্তার করে ব্যারাকপুর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। শুধু চাকরি নয়, অভিযুক্ত পুলিশ অফিসারের নামে পানশালার লাইসেন্স বের করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও একাধিক ব্যক্তির থেকে টাকা তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যে অভিযোগ তাঁর বিরুদ্ধে নথিভুক্ত করা হয়েছে সেই অনুসারে ৬৬ লাখ টাকারও বেশি টাকা নিয়েছেন অভিযুক্ত পুলিশ অফিসার। পুলিশ সূত্রে খবর, কলকাতা পুরসভার গ্রুপ সি সহ বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগও রয়েছে এসিপি সোমনাথ ভট্টাচার্যের বিরুদ্ধে। লাগাতার জেরার পর সোমবার তাঁকে গ্রেপ্তার করে করে ব্যারাকপুর কমিশনারেট।
বিস্তারিত আসছে……………………………