ডাইনি সন্দেহে ১জনকে বেঁধে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: ডাইনি সন্দেহে এক ব্যক্তিকে শুক্রবার থেকে বেঁধে রাখার অভিযোগে আলোড়ন সৃষ্টি হয় পূর্ব বর্ধমানের জামালপুরের জৌগ্রাম পঞ্চায়েতের জৌগ্রাম উত্তরপাড়ার আদিবাসী এলাকায়। অবশেষে খবর পেয়ে জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ও চিকিৎসাকেন্দ্রে ভর্তি করে।
জানা গিয়েছে, গত শনিবার এই আদিবাসী পরিবারের এক বধূ জ্বরে আক্রান্ত হন এবং চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেমারি হাসপাতালে। পরে সেখানে তা¥র মৃত্যু হয়। তারপর মরদেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। মৃতদেহ বাড়ি আনার পর থেকে বধূর শ্বশুর অস্বাভাবিক আচরণ শুরু করেন বলে অভিযোগ। এমনকী পরবর্তী সময় আরও দু’জন মারা যাবে বলে নাকি তিনি আওড়াতে থাকেন বলে দাবি। তাঁর ওপর ডাইনি ভর করেছে বলে মহিলা সহ প্রতিবেশীরা তখনই মনে করেন বলে দাবি। এই সন্দেহে বেঁধে রাখা হয় তা¥কে। ঘটনা জানাজানি হতেই কড়া পদক্ষেপ করে পুলিশ। ওই ব্যক্তিকে ডাইনি অপবাদ দিচ্ছেন তা¥র স্ত্রী ও পাড়া প্রতিবেশী, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে অবশেষে পুলিশ তাঁকে উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − seven =