মুম্বই : অভিনেতা সইফ আলি খানকে হামলায় অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে রবিবার মুম্বইয়ের একটি আদালতে পেশ করা হয়। অভিযুক্তকে ৫ দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। আদালতে শুনানির পর অভিযুক্তকে নিয়ে যায় মুম্বই পুলিশ।
অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদের আইনজীবী সন্দীপ শেখেন বলেছেন, “৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করা হয়েছে। আদালত পুলিশকে ৫ দিনের মধ্যে রিপোর্ট দাখিল করতে বলেছে।
পুলিশের কাছে সে বাংলাদেশি বলে কোনও প্রমাণ নেই। তারা বলেছে যে সে বাংলাদেশি। ৬ মাস আগে এখানে এসেছিল, এটা একটা ভুল বক্তব্য, সে ৭ বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছে।”

