বাড়ির শোবার ঘর থেকে এক গৃহবধূর রক্তাক্ত ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল পুলিশ (Police)। এই ঘটনায় নিজের স্ত্রীকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকা ঘটনা। মৃতের পরিবারের অভিযোগ, টোটো কেনার জন্য জামাই দুই লক্ষ টাকা পণ বাবদ দাবি করেছিল। সেই টাকা দিতে না পারায় স্ত্রীকে এভাবেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি দিয়ে মাথা থেঁতলে খুন করেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধুর নাম রিংকি শীল মণ্ডল(২৬)। অভিযুক্ত স্বামী ছোটন মণ্ডল। কয়েক বছর আগে মালদা শহরের কৃষ্ণপল্লি নেতাজি কলোনির বাসিন্দা বিপদ শীলের মেয়ে রিঙ্কি শীল যদুপুরের যুবক ছোটন মণ্ডলের সঙ্গে বিয়ে করে। পরিবারে তাদের এক সন্তানও রয়েছে।
মৃত গৃহবধূর বাবা বিপদ শীল জানিয়েছেন, বিয়ের পর থেকেই পণের জন্য তার মেয়েকে মানসিক ও শারীরিক অত্যাচার করতো জামাই সহ শ্বশুরবাড়ি লোকেরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের খোঁজ শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।