প্রাচীন রীতি মেনেই লক্ষ্মী পুজোর দিন নৈহাটির বড়মার কাঠামো পুজো

ব্যারাকপুর : নৈহাটির শ্যামাপুজোর অন্যতম প্রধান আকর্ষণ অরবিন্দ রোডের বড়মা কালী। এ বছর বড়মার পুজো শতবর্ষে পদার্পন করল। দেশ ছাড়িয়ে এখন বিদেশেও পৌঁছে গিয়েছে বড়মার সুখ্যাতি। নৈহাটি স্টেশনে নেমে অরবিন্দ রোড ধরে ফেরি ঘাটের দিকে যেতেই চোখে পড়বে বড়মার মন্দির। নবনির্মিত মন্দিরে তিন দিন আগে সাড়ে চার ফুট উচ্চতার কষ্টি পাথরের মূর্তি স্থাপন করা হয়েছে। আর নতুন মন্দিরের দ্বারঘাটন হবে আজ রবিবার। নৈহাটির বড়মার মূর্তির উচ্চতা ২১ ফুট। নৈহাটির অন্যান্য কালী প্রতিমার চেয়ে এই মূর্তির উচ্চতা অনেক বেশি হওয়ায় জনমানসে বড়মা হিসেবে পরিচিতি লাভ করেছে। শক্তিদেবী এখানে অত্যন্ত জাগ্রত। প্রতিমা ঘন কৃষ্ণবর্ণ এবং সর্বালঙ্কারে ভুষিতা। চিরাচরিত রীতি মেনেই শনিবার কোজাগরী পূর্ণিমায় বড় কালীর কাঠামো পুজো করা হল। তারপর সেই কাঠামোর ওপর মায়ের মূর্তি গড়ার কাজ শুরু হবে। ভক্তদের বিশ্বাস, নৈহাটির বড়মা খুবই জাগ্রত। তাই দেশ ছাড়িয়ে এখন বিদেশ থেকেও ভক্তরা বড়মার টানে নৈহাটিতে পুজোর দিনে ছুটে আসেন। আর ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ায় তাঁরা মাকে সোনা-রুপার অলংকারে ভরিয়ে দেন। জানা যায়, অরবিন্দ রোডের ধর্মশালা মোড়ে আগে রক্ষাকালী পুজো হত। পুজো শেষে গভীর রাতে গঙ্গায় প্রতিমা বিসর্জন দেওয়া হত। পরবর্তীকালে সেই পুজো বন্ধ হয়ে যায়। নদিয়া জুটমিলের কর্মী তথা বিশিষ্ট সমাজসেবী ভবেশ চক্রবর্তী এই পুজোর প্রচলন করেছিলেন। নৈহাটি বড়কালী পুজো সমিতির তরফে সারাবছরই মন্দিরে বড়মার নিত্য পুজো হয়ে থাকে। কিন্তু পুজোর সময় চার দিন দেবীর বিশেষ পুজো করা হয়। প্রত্যেক দিন আলাদা আলাদা করে বড়মাকে ভোগ নিবেদন করা হয়। নৈহাটি বড়কালী পুজো সমিতির সভাপতি তথা নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায় বলেন, নৈহাটির বড়মা মানুষের কাছে একটা আবেগ। তাই কমিটির লোকজন আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল নতুন মন্দির প্রতিষ্ঠা করার। সহমতের ভিত্তিতে নতুন মন্দির গড়ে তোলা হয়েছে। গত ২৫ অক্টোবর মন্দিরে কষ্টি পাথরের মূর্তি বসানো হয়েছে। আজ, রবিবার মন্দিরের দ্বারঘাটন করবেন রাজ্যের সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। সেদিন জনসাধারণের জন্য মন্দির খুলে দেওয়া হবে। অশোক বাবু আরও জানান, প্রাচীন রীতি মেনেই লক্ষ্মীপুজোর দিন কাঠামো পুজো করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + nine =