চিংড়িহাটার অদূরে ফের দুর্ঘটনা, আহত ৭

‘কোথায় সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর সেই বার্তা! গত কয়েকদিনের ঘটনায় এটা স্পষ্ট যে এই বার্তা উধাও হয়েছে গাড়ি চালকদের মন থেকে। শহরের গাড়ি চালকদের একটা অংশ কোনও ভাবেই ট্রাফিক আইনের তোয়াক্কা করছেন না। ফের তার আরও একবার প্রমাণ মিলল সোমবারের চিংড়িহাটা মোড়ে। সিগন্যাল লাল থাকা সত্ত্বেও তার পরোয়া না করে গাড়ি চালানোতেই ঘটে গেল এক দুর্ঘটনা। চিংড়িহাটা মোড় থেকে ৫০০ মিটার দূরে ক্যানাল সাউথ রোডের হনুমান মন্দিরের সামনে ম্যাটাডোরের সঙ্গে অ্যাপ ক্যাবের সংঘর্ষের ঘটনায় দুই পথচারী সহ আহত হলেন সাত জন। এঁদের মধ্যে একজনের আঘাত অত্যন্ত গুরুতর বলে সূত্রে খবর।

স্থানীয় সূত্রে খবর, সিগন্যাল না মেনে একটি বেকারি সামগ্রী বোঝাই ম্যাটাডোর দ্রুত গতিতে সাউথ ট্যাংরা রোড দিয়ে ক্যানাল সাউথ হয়ে বেলেঘাটা চাউলপট্টি কালভার্টের দিকে আসছিল। সেই সময় একটি যাত্রী বোঝাই স্মার্ট ক্যাব শিয়ালদহ থেকে ক্যানাল সাউথ রোড ধরে চিংড়িঘাটার দিকে এগোচ্ছিল। গাড়ি দু’টির গতিবেগ ছিল ৮০ কিলোমিটারেরও বেশি। এরপরই সংঘর্ষ হয় দুই গাড়ির।স্মার্ট ক্যাবটি ধাক্কা মারে বেকারি গাড়ির পেটে।ধাক্কায় বেসামাল হয়ে দু’টি গাড়ির একটি সামনে থাকা আরও দুজন পথচারীকে ধাক্কা মারে। অন্যদিকে, আরেকটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা খায় কালভার্টের রেলিংয়ে। ঘটনায় গাড়ির আরোহী, চালক ও দুই পথচারী সহ আহত হন সাত জন বলে পুলিশ সূত্রে খবর। এরপরই স্থানীয় এবং পুলিশের সহায়তায় আহতদের নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =