পরীক্ষা দিতে যাওয়ার পথে বেপরোয়া বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক কলেজ ছাত্রীর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছে মৃত ছাত্রীর এক সহপাঠী। তাকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সোমবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, চাঁচল থানার গোবিন্দপাড়া এলাকার ৮১ নম্বর জাতীয় সড়কে। এই ঘটনার পর পরিস্থিতি বেগতিক দেখে গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। শুরু হয় উত্তেজনা। মৃত ছাত্রীর দেহ রাস্তায় আটকে রেখে চলে স্থানীয় বাসিন্দাদের ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঘটনাস্থলে চাঁচল থানার পুলিশ পৌঁছলে তাদের সামনেই মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয় এবং ঘাতক বাসের চালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয় বাসিন্দারা। প্রায় এক ঘণ্টা অবরোধ বিক্ষোভ চলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম শামিম মিনারা পারভিন (২১)। আহত ছাত্রীর নাম মুস্কান আরজু ( ২১)। এদের দুইজনের বাড়ি চাঁচল থানার কালিগঞ্জ গ্রামে। সোমবার থেকে শুরু হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ চা¥চল কলেজের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা। মৃত ছাত্রী শামিম মিনারা পারভিন ও আহত ছাত্রী মুস্কান আরজুর পরীক্ষা কেন্দ্র পড়েছিল সামসি কলেজে। পরীক্ষার সময়সূচি অনুযায়ী, দাদার মোটর বাইকে করে বেরিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু গোবিন্দপাড়া এলাকায় হঠাৎই দ্রুতগতিতে আসা একটি বেসরকারি বাস সেই চলন্ত বাইকটিকে সামনে থেকে সজোরে ধাক্কা মারে। বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পরীক্ষার্থী শামিম মিনারা পারভিনের। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি আহত আরেক পরীক্ষার্থী মুস্কান আরজুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কোনও ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে এবং ৮১ নম্বর জাতীয় সড়কের বেহাল রাস্তা হওয়ার জন্য প্রায়দিন ঘটছে দুর্ঘটনা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। এদিকে কলেজ ছাত্রীর মৃত্যুতে দুর্ঘটনাস্থলে গিয়ে শোক প্রকাশ করেছেন চাঁচোল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাস। তিনি বলেন, খুব মর্মান্তিক ঘটনা। আমরা এভাবে এক ছাত্রীকে হারাব ভাবতে পারিনি। হাসপাতালে চিকিৎসাধীন আরও এক আহত ছাত্রীর দ্রুত সুস্থতা কামনা করি। চাঁচল থানার পুলিশ জানিয়েছে, বেসরকারি বাস সহ চালককে আটক করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।