বিয়েবাড়ির যাওয়ার পথে দুর্ঘটনা, অটো উল্টে মৃত্যু হল ভাই-বোনের

বিয়েবাড়ি যাওয়ার পথে, পিক আপ ভ্যানের ধাক্কায় অটো উল্টে মৃত্যু হল ভাই-বোনের। আহত ১৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার ওই বিয়েবাড়িতে ছিল গভীর বিষাদের ছায়া।

কথা ছিল বিয়েবাড়ি যাওয়ার। সেই উদ্দেশ্যেই পরিবারের বাকিদের সঙ্গে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু এক লহমায় বদলে গেল ছবিটা। আনন্দের মাঝেই ঘটে গেল অঘটন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই বোনের। শুক্রবার রাত ১০টা নাগাদ পুরাতন মালদার আদমপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।

সূত্রের খবর, মৃত বছর ৪৫-এর ছবি কর্মকার ও তাঁর ভাই বছর ৪০-এর অসীম সরকার হবিবপুরের বাসিন্দা। মালদার দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যান ধাক্কা মারলে, যাত্রী বোঝাই অটো উল্টে যায়। পিক আপ ভ্যানের চালক পলাতক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + twenty =