কলকাতা : মহানগরী কলকাতায় ফের বাসের দৌরাত্ম্য! সোমবার সকালে পার্ক স্ট্রিটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ডিভাইডারে উঠে গেল একটি সরকারি বাস। সোমবার সকালে হাওড়া-যাদবপুর রুটের একটি সরকারি বাস দুর্ঘটনার কবলে পড়ে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। এই দুর্ঘটনায় ৫ জন যাত্রী আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতার পার্কস্ট্রিট-ময়দান এলাকায়। দুর্ঘটনায় পাঁচজন যাত্রী জখম হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর।
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসটি যাদবপুরের দিকে যাচ্ছিল। সেই সময়েই পার্ক স্ট্রিটের কাছে ডিভাইডারের উপরে উঠে যায় সেটি। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, একটি বেসরকারি বাসের সঙ্গে রেষারেষি চলছিল দুর্ঘটনাগ্রস্ত বাসটির। সেই সময়েই ডিভাইডারে ধাক্কা মারে সেটি। পার্ক স্ট্রিট ময়দান থানা এলাকার প্রণবানন্দ সরণী এবং অকল্যান্ড রোডের সংযোগস্থলে বাসটি নিয়ন্ত্রণ হারায়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু’টি বাসের মধ্যে রেষারেষি চলছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই সরকারি বাসটি রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে। রেলিং ভেঙে সেটি ডিভাইডারের উপর উঠে যায়। বাসের সামনের দিকটি ভালোরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। একাধিক যন্ত্রাংশ খুলে বেরিয়েও আসে বাইরে।