বর্ধমান : বর্ধমানের রথতলার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে টোটোর সঙ্গে ধাক্কা লাগে একটি চারচাকা গাড়ির। সংঘর্ষের জেরে দুমড়ে মুচড়ে যায় টোটোটি। চালক-সহ আহত হয় ৭ জন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বর্ধমান থানার পুলিশ আহতদের উদ্ধার করে। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহতদের মধ্যে পাঁচ জনের আঘাত গুরুতর না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

