পুলিশকে গালিগালাজ এবং ভাইকে খুন করার হুমকি, গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়ায় পুলিশকে গালিগালাজ এবং ভাইকে খুন করার হুমকির ভিডিও ভাইরাল হতেই এক ব্যক্তিকে গ্রেপ্তার  করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম  হাদি আলি। ওই ব্যক্তি গ্রেপ্তার হতেই সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে পুলিশের কাছে ক্ষমা চাইলেন। বৃহস্পতিবার দুপুরের অভিযুক্ত ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা হাদি আলির সঙ্গে তার ভাইয়ের জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আর সেই বিবাদকে ঘিরে দু’পক্ষই সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আর তারপরই অভিযুক্ত হাদি আলি ফেসবুকে পুলিশকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় মন্তব্য করেন। পাশাপাশি হাতে ধারালো অস্ত্র নিয়ে অভিযুক্ত ব্যক্তি তার ভাইকে খুনের হুমকি দেয়। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হতে নড়েচড়ে বসে সংশ্লিষ্ট থানার পুলিশ। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানিয়েছে,  অভিযুক্ত ওই ব্যাক্তির বিরুদ্ধ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেককেই হুমকি দিত। এমনকি খুনের হুমকিও দিয়েছিল সে। এই ঘটনার পরই বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে হাদি আলিকে গ্রেপ্তার করা হয়। ধৃত ওঈ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার তদন্তকারী পুলিশ কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =