নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: আগামী ২৫ মে বাঁকুড়ার দুই কেন্দ্রে ভোট। তার আগে ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ২০ মে, সোমবার পর্যন্ত। বাড়িতে বসেই ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। শুক্রবার থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এই প্রক্রিয়া শুরু হয়েছে, চলবে আগামী ২০ মে, সোমবার পর্যন্ত।
এদিন সকালে বিষ্ণুপুর লোকসভা এলাকার বাঁকুড়া-২ ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েত এলাকার আগে থেকে ১২-ডি ফর্ম পূরণ করে জমা দেওয়া ৮৫ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক ও বিশে¡ ভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে পৌঁছে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত ভোটকর্মীরা। সেখানেই কড়া নিরাপত্তার মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন সংশ্লিষ্ট ভোটাররা। নির্বাচন কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ভোটার থেকে তাঁদের পরিবারের লোকজনেরা। সুষ্ঠু ও শান্তিশৃঙ্খলার মধ্যে ভোটদান চলছে বলেই তাঁরা জানিয়েছেন।