অর্পিতা মুখোপাধ্যায়ের পর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার ফ্ল্যাটেও মিলল টাকার পাহাড়। শুধু বিপুল নগদই নয়, মিলেছে প্রচুর সোনার গয়নাও। সিবিআই সূত্রে খবর, বুধবার সন্তোষপুরের একটি ফ্ল্যাটে হানা দেন এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এরপই এই ফ্ল্যাট থেকে মেলে নগদ ৫০ লক্ষ টাকা এবং দেড় কেজি সোনার গয়নাও। সঙ্গে উদ্ধার হয় সম্পত্তি ও নিয়োগ সংক্রান্ত নথিও। পাশাপাশি সিবিআইয়ের তরফ থেকে এও জানানো হয়েছে, শান্তপ্রসাদ সিনহার এই ফ্ল্যাট থেকে মিলেছে ১৫০০ চাকরিপ্রার্থীর নামের তালিকাও। একইসঙ্গে সিবিআই-এর তরফ থেকে এও জানানো হয় যে, বেনামে বাইপাসের ধারে এই ফ্ল্যাটটি কিনেছিলেন শান্তিপ্রসাদ সিনহা। সেই খবর পাওয়া মাত্রই বুধবার সেখানে হানা দেয় সিবিআই।
প্রসঙ্গত, একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আগেই গ্রেপ্তার হন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। এর আগে এসপি সিনহার সার্ভে পার্কের বসত বাড়িতে একাধিকবার তল্লাশি চালানো হয়েছিল। তবে সেই তল্লাশি অভিযানগুলিতে সেভাবে কিছু পাওয়া যায়নি। তারপরই এসপি সিনহা ছাড়াও উদদেষ্টা কমিটিতে আরও যাঁরা ছিলেন তাঁদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই সামনে আসে বেশ কিছু নতুন তথ্যও। অভিযোগ ওঠে, এজেন্ট, সাব এজেন্টরা যে টাকা তুলছে তার সিংহভাগ যেত এসএসসির এই প্রাক্তন উপদেষ্টার কাছে। সেই টাকার বিনিময়ে প্রচুর সম্পত্তি কিনেছিলেন শান্তিপ্রসাদ। শুধু তাই নয়, এর সঙ্গে সামনে আসে বাইপাসের ধারের এই ফ্ল্যাটটির কথাও। এরপরই সেখানে হানা দেন তদন্তকারীরা। তবে সেখানে এই বিপুল পরিমাণ সম্পত্তি থাকতে পারে তা শুরুতে অনুমান করতে পারেননি কেউই। এদিন সম্পত্তি সহ যে কাগজপত্র হাতে পেয়েছেন সিবিআই-এর তদন্তকারী আদিকারিকেরা তা খতিয়ে দেখার কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানানো হয় সিবিআইঃএর তরফ থেকে। একইসঙ্গে খোঁজ চলছে এই সব সম্পত্তি এসপি সিনহার নিজের নাকি এর সঙ্গে অন্য কেউ এর সঙ্গে যুক্ত তাও। তবে সিবিআই-এর তরফ থেকে জানানো হয়েছে, তাঁকে জেরা করে মিলছে নিত্যনতুন তথ্য।