শনিবার কোচবিহারের মাথাভাঙায় জনসভা তৃণমূলের সেকেন্ড-ইন- কমান্ড অভিষেকের। বেলা ১ নাগাদ শুরু হয় এই সভা। শিলিগুড়ি থেকে মাথাভাঙায় হেলিকপ্টারে নামেন তিনি। সেখান থেকে পৌঁছান মাথাভাঙা কলেজ মাঠে। যেখানে আয়োজন করা হয়েছে সভার। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা সভাস্থল।তৃণমূল সূত্রে খবর, বঙ্গভঙ্গের বিরুদ্ধে এদিনের এই সভা। উল্লেখ্য, দক্ষিণবঙ্গের নিরিখে উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে এই অভিযোগ তুলে রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি উত্তরবঙ্গ ভাগের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। বিজেপি সাংসদ থেকে বিধায়ক সকলেই বারংবার উত্তরবঙ্গ ভাগের দাবি জানিয়ে আসছিলেন।
এদিকে, অভিষেকের সভার আগে থেকেই বিরোধীদের উদ্দেশে আক্রমণের ধার বাড়িয়েছে ঘাসফুল শিবির। তৃণমূল নেতাদের বক্তব্য, উত্তরের জনজাতিকে ভুল বুঝিয়ে উন্নয়নের প্রচারকে দূরে সরিয়ে প্রতিবার ভোট লুঠ করে বিজেপি। এবার সেই চেষ্টা রোখা হবে। অভিষেকের এই সফরের ৪৮ ঘণ্টা আগেও বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়তে দেখা যায় উত্তরের তৃণমূলের নেতাদের। তাঁদের দাবি, আদৌ আলাদা রাজ্য চান কি না তা স্পষ্ট করুক, নিজেদের ট্রাম্প কার্ড সামনে আনুক গেরুয়া ব্রিগেড। এই নিয়ে সাংবাদিক বৈঠকও করেন মন্ত্রী উদয়ন গুহ মহুয়া গোপ, কানাইয়া লাল আগরওয়ালা, শান্তা ছেত্রী, পাপিয়া ঘোষ ও অন্য নেতৃত্ব।