কলকাতা : ক’দিন আগে নয়াদিল্লিতে নরওয়ের দূতাবাস থেকে জানানো হয়েছিল, নভেম্বরে অসলো (নরওয়ের রাজধানী) সফরে আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
কথা ছিল ১৭ থেকে ২২ নভেম্বর পাঁচ দিনের সফর হবে এটি। কিন্তু বৃহস্পতিবার জানা গিয়েছে, অভিষেক অসলো যাচ্ছেন না।
লিঙ্গ সাম্য ও মহিলাদের ক্ষমতায়নের জন্য নরওয়ে সরকার সেখানে যে নীতি বাস্তবায়িত করেছে, সে ব্যাপারে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তৃণমূল সাংসদকে।
তাঁর যাত্রা বাতিলের কারণ নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। অভিষেক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি আপাতত নরওয়ে সফরে যাচ্ছেন না। এ ব্যাপারে নরওয়ে দূতাবাসকে তাঁর অপারগতার কথা জানিয়ে দিয়েছেন।
নরওয়ে সফর বাতিল করার ব্যাপারে অভিষেকের এই সিদ্ধান্ত দলের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। বিষয়টি সব স্তরের নেতারা এখনও জানেন না। কালীঘাট ঘনিষ্ঠ শীর্ষসারির কয়েকজন নেতার গোচরে তা রয়েছে। এবং তাঁরা মনে করছেন, এবার যে কোনও দিন তৃণমূলের সাংগঠনিক রদবদল ঘটে যেতে পারে।