বিদেশ যাত্রার অনুমতি চেয়ে ফের কলকাতা হাইকোর্টে অভিষেকের শ্যালিকা মেনকা

বিদেশ যাত্রার অনুমতি চেয়ে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর (Menoka Gmbhir)। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকক যাওয়ার অনুমতি চেয়েছেন তিনি। আগামী বুধবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ঘটনার সূত্রপাত সেপ্টেম্বরের ১০ তারিখ। ওইদিন রাত ন’টার ইন্ডিগোর বিমানে ব্যাংকক যাওয়ার কথা ছিল মেনকা গম্ভীরের। সেই মতো রাত আটটায় তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যান। কিন্তু এরপরই বিপত্তি। অভিবাসন দপ্তর থেকে তাঁকে আটকে দেওয়া হয়। জানানো হয়, ইডির নোটিসের জন্য বিদেশে যেতে পারবেন না তিনি।
এদিকে মেনকা গম্ভীরের বিদেশ যাত্রার কথা অভিবাসন দপ্তরের তরফে ইমেল করে ইডির সদর দপ্তরে জানানো হয়। আর তাঁকে আড়াই ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রাখা হয়। তারপর ইডির কলকাতার দপ্তরে আধিকারিকরা বিমানবন্দরে এসে তাঁর হাতে নোটিস ধরান। এরপরই হাই কোর্টে মেনকা গম্ভীর ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =