এজেন্সির সঙ্গে বিজেপির আঁতাতের অভিযোগ, অভিষেকের চিঠি গেল রাজভবনে

নির্বাচন কমিশনের বিভিন্ন কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে এবং কেন্দ্রীয় এজেন্সিগুলিকে হাতিয়ার করে বিজেপি ভোটে জেতার চক্রান্ত করছে অভিযোগ জানিয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে আজ চিঠি দিয়েছেন। গতকাল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে এইসব বিষয় নিয়ে অভিযোগ জানানোর পর আজ লিখিত আকারে তা রাজ্যপালের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচন কমিশনের কোন কোন কার্যকলাপে তৃণমূল আপত্তি তুলেছে, তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। এছাড়া আরো চারটি বিষয়ে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

চিঠিতে বিজেপি  এনআইএ, ইডি, সিবিআই এবং  আয়কর দপ্তরকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি ভূপতিনগরের ঘটনার আগে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআইএ শীর্ষ আধিকারিকের বৈঠক নিয়েও রাজ্যপালকে অভিযোগ জানানো হয়েছে। দিল্লিতে দলের ১০ প্রতিনিধিকে ধরপাকড়ের বিষয়ও রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এছাড়া মানবিকতার খাতিরে জলপাইগুড়ির ঘূর্ণিঝড় প্রভাবিত  এলাকার মানুষের ঘর তৈরি করে দেওয়ার জন্য তহবিল মঞ্জুর করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যাতে জরুরি তহবিল থেকে ঘূর্ণিঝড়ে প্রভাবিত মানুষদের স্বার্থে অর্থ প্রদান করতে পারে রাজ্যপালকে সে ব্যাপারে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়াও, এনআইএ, ইডি, সিবিআই এবং আয়কর দপ্তরের ডিরেক্টরকে বদল, এনআইএ-র এসপি ধনরাম সিংকে অন্যত্র বদলির দাবিও তুলেছেন অভিষেক। একই সঙ্গে, কেন্দ্রীয় এজেন্সি ভোটের মুখে তৃণমূল নেতা-কর্মীদের বিরুদ্ধে যাতে কোনও পদক্ষেপ করতে না পারে, তা-ও নিশ্চিত করার আবেদন জানিয়েছেন ।

অভিষেক চিঠিতে লিখেছেন, এই বিষয়গুলি সঠিক ভাবে পালিত না হলে অবাধ এবং শান্তিপূর্ণ ভাবে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন না। তাই রাজ্যপাল যেন এ বিষয়ে যথোচিত পদক্ষেপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 9 =