কলকাতা : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন ইংরেজিতে লিখেছেন বাংলা নববর্ষের শুভেচ্ছাবার্তা। জানিয়েছেন, শুভ নববর্ষ! পয়লা বৈশাখের এই শুভ দিনে আমরা যেমন বাংলা নববর্ষকে স্বাগত জানাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই – আশায়, সম্প্রীতিতে এবং ঐক্যের চেতনায়।
যারা আমাদেরকে ঘৃণা ও ধর্মীয় মেরুকরণ দিয়ে বিভক্ত করতে চায় তাদের প্রতিরোধ করার শক্তি খুঁজে বের করা যাক। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।
এই বছর সবার জন্য বয়ে আনুক আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য।