কালীঘাটের কাছে হারল অভিষেকের ক্লাব

আচমকাই ছন্দপতন। কলকাতা লিগে দুরন্ত ধারাবাহিকতা বজায় রেখে যাচ্ছিল ডায়মন্ডহারবার এফসি। প্রিমিয়ার ডিভিশনে বেশ ভালোই খেলছিল কিবু ভিকুনার দল। মঙ্গলবার প্রিমিয়ার লিগের ম্যাচে আকাশ থেকে মাটিতে নেমে এল ডায়মন্ডহারবার এফসি। কলকাতা লিগে কালীঘাট মিলন সংঘের কাছে ০-১ গোলে হার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলের। কালীঘাটের হয়ে জয়সূচক গোল অসিত হেমব্রমের। এমনকি লিগের ম্যাচে শক্তিশালী মহমেডান স্পোর্টিংকে হারিয়ে চমকে দিয়েছিল কিবুর দল। সেই ডায়মন্ডহারবারই এ বার কালীঘাটের কাছে হেরে গেল। ডায়মন্ডহারবারকে হারিয়ে লিগের শীর্ষস্থান দখলের লড়াইয়ে ঢুকে পড়ল কালীঘাট। ৮ ম্যাচে ডায়মন্ডহারবারের ঝুলিতে এখন ১৭ পয়েন্ট। ৯ ম্যাচে কালীঘাটের ঝুলিতেও এখন ১৮ পয়েন্ট। ৬ ম্যাচে মোহনবাগানের সংগ্রহ ১৬ পয়েন্ট। অন্য দিকে আজ ম্যাচ জেতায় ৬ ম্যাচে ১৫ পয়েন্ট মহমেডান স্পোর্টিংয়ের। প্রিমিয়ারের গ্রুপ পর্বে প্রত্যেক দল ১২টা করে ম্যাচ খেলবে। সুপার সিক্সের লড়াইয়ে মোহনবাগান, ডায়মন্ডহারবার, মহমেডানের সঙ্গে প্রবল ভাবে ঢুকে পড়ল কালীঘাটও। গ্রুপ পর্ব থেকে প্রথম তিনটে দল উঠবে সুপার সিক্সে। কালীঘাট মিলন সংঘ আবার আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়ের দল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল লিগে অপ্রতিরোধ্য থাকলেও, আচমকাই ছন্দপতন ঘটল। অন্যদিকে বুধবার কলকাতা লিগে খেলতে নামবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ রেলওয়ে এফসি। শনিবারের ডার্বির আগে সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলার বুধবার খেলতে পারেন। ম্যাচ প্রস্তুতির বিকল্প কিছু হয় না। তাই সিনিয়র ফুটবলারদের লিগের ম্যাচে দেখে নেওয়া অনেকটাই ভালো অপশন হতে পারে কুয়াদ্রাতের সামনে। বৃহস্পতিবার এফসিআইয়ের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ খেলবে মোহনবাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + nineteen =