কাঁকিনাড়ায় অভিষেকের জন্মদিন পালন, প্রশংসা চন্দ্রিমা-অর্জুনের

বারাকপুর: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করা হল কাঁকিনাড়া বাজারে। সোমবার উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূলের হিন্দি প্রকোষ্ঠের তরফে ‘যুবরাজ’-এর জন্মদিনের আয়োজন করা হয়েছিল। সেখানে উপিস্থত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।তাঁরা বলেন, দেশের রাজনীতিতে যথেষ্ট প্রভাব ফেলেছেন অভিষেক।

প্রসঙ্গত, রবিবার পটাশপুরের জনসভার মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তনের ডাক দিয়েছিলেন। এপ্রসঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্যের কটাক্ষ, ‘পটাশপুর থেকেই বিজেপি পটাশ হয়ে যাবে। যুবরাজ কোন কোন রাজ্যে পা ফেলেছেন, সেটা পরে বোঝা যাবে।’

অন্য দিকে, সাংসদ অর্জুন সিং বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘটা করে পালন করল জেলার হিন্দি প্রকোষ্ঠ। এদিন এক হাজার অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সাংসদের কথায়, রাজনীতি করলে সেবামূলক কাজ করতে হয়।

বিজেপির নভেম্বর-ডিসেম্বর বিপ্লব প্রসঙ্গে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ বলেন, ‘দলীয় কর্মীদের চাঙ্গা করতে ভোকাল টনিক দেওয়া হচ্ছে। দেখবেন ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এমন কত বিপ্লব কেটে যাবে! বাংলায় কিছুই হবে না।’

এদিন শীতবস্ত্র বিতরণ কর্মকাণ্ডের অন্যতম উদ্যক্তা ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সমর্থিত হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও  সাংসদ অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী, ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, পুরপিতা লালন চৌধুরী, দেবপ্রসাদ সরকার, তৃণমূল নেতা মন্নু সাউ, দীপক সাউ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =