অস্ত্রোপচার সেরে  কলকাতায় ফিরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা: আমেরিকায় সম্প্রতি চোখের জটিল সার্জারি হয়েছে তাঁর। চোখের অস্ত্রোপচার সেরে কালীপুজোর আগেই বাংলায় ফেরার কথা ছিল তাঁর। সেইমতো কালীপুজোর দিনেই কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটানা ২৫ দিন পর কলকাতায় ফিরলেন তৃণমূল নেতা। তাঁর চোখে ছিল ঘষা কাচের চশমা।সোমবার দমদম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে হাজির হন বহু তৃণমূল কর্মী-সমর্থক।

২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদে দলীয় কর্মিসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে ফেরার পথে হুগলির সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথের ধারে দাঁড়িয়ে থাকা গাড়িতে অভিষেকের গাড়ি ধাক্কা মারে। অভিষেকের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জ্ঞান হারান অভিষেক। ওই দুর্ঘটনাতেই সাংসদের বাঁ চোখের নিচের হাড় ভেঙে যায়। তারপর থেকেই দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন তিনি। এর আগেও একাধিক শহরের হাসপাতালে চোখের অস্ত্রোপচার করা হয়েছিল তাঁর। কিন্তু সমস্যা মেটেনি।

আমেরিকার হাসপাতালে গত ৫ অক্টোবর তাঁর চোখের পরীক্ষা হয়। দু’টি সমস্যা ধরা পড়ে। অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। ১২ অক্টোবর দু’জন শল্য চিকিৎসক অস্ত্রোপচার করেন। তারপর টানা ১৯ তারিখ পর্যন্ত পর্যবেক্ষণে ছিলেন তিনি। দেখা যায়, তাঁর চোখ ভাল আছে। বাড়ি ফেরার অনুমতি পান অভিষেক। আর তারপরই কালীপুজোর দিন সকাল ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি।

এদিকে, প্রতিবছরই ঘটা করে কালীপুজো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এমন দিনে তাঁর ভাইপো-ও পরিবারের সঙ্গে দিনটি কাটাবেন, তেমনটাই পরিকল্পনা ছিল। সেই মতো তিনি ঘরে ফিরলেন। রবিবার প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একেবারে গৃহকর্ত্রী রূপে দেখা যায় তাঁকে। উপোস করে ভোগ তৈরি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =