৫ সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তার আগে স্বস্তি মিলছে না তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ডের। কারণ, তাঁর বিরুদ্ধে ইডি যে অভিযোগ দায়ের করেছে, তার থেকে অব্যাহতি মিলবে কি না, তা নিয়ে এখনও চূড়ান্ত রায় দেয়নি কলকাতা হাইকোর্ট। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে। এদিন বিচারপতি জানান, আগামী ৫ সেপ্টেম্বর চূড়ান্ত রায় দেওয়া হবে। অর্থাৎ সে দিনই জানা যাবে, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বস্তি পাবেন কি না।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় অভিষেকের নাম জড়ানোর পর সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। পরে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে পারবে ইডি। এরপরই অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগ থেকে অব্যাহতি পেতে আদালতের দ্বারস্থ হন সাংসদ। তাঁর হয়ে আদালতে সওয়াল করছেন আইনজীবী অভিষেক মনু সিংভি। তবে এখনও পর্যন্ত কোনও রক্ষাকবচ দেওয়া হয়নি অভিষেককে।