কলকাতা: একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর ডাক দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘দিল্লি চলো’-র ডাক দিয়ে একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দিলেন, তেমনই দলকে আন্দোলনমুখী রাখতে এবার কৌশলী কর্মসূচি ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেক শুক্রবরা ঘোষণা করেছেন, আগামী ৫ অগস্ট বাংলায় বিজেপির জেলা থেকে ব্লক—ছোট, বড়, মেজ, সেজ সমস্ত নেতার বাড়ি ঘেরাও করবেন তৃণমূল কর্মীরা। সেই ঘেরাও অবশ্যই হতে হবে শান্তিপূর্ণ। বাংলার সৌভাতৃত্বের ঐতিহ্য মেনে তা করতে হবে। বিজেপি নেতার পরিবারে কোনও প্রবীণ নাগরিক থাকলে তাঁকে আটকানো চলবে না। কিন্তু সকাল ১০ টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা ওই বিজেপি নেতাকে বাড়ি থেকে বের হতে বা ঢুকতে দেওয়া হবে না।
অভিষেকের পর একুশের মঞ্চে মমতা বলেন, ৫ অগস্ট যে কর্মসূচি ঘোষণা হয়েছে তা শান্তিপূর্ণ ভাবে করতে হবে। বাড়ি থেকে ১০০ মিটার দূরে ঘেরাও করতে হবে। যাতে পরিবারের বাকি সদস্যদের কোনও অসুবিধা না হয়।
রাজ্যের তৃণমূল সরকারের অভিযোগ, একশো দিনের কাজ, আবাস যোজনা সহ বাংলার ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার। অভিষেকের কথায়, সেই টাকা উদ্ধার করতে তিনটি রাস্তা রয়েছে। দিল্লির কাছে আবেদন করা। পায়ে পড়া। নইলে অধিকার ছিনিয়ে আনার জন্য আন্দোলন করা। প্রথমটা তৃণমূল করেছে। কিন্তু হকের টাকা উদ্ধারের জন্য কারও পায়ে পড়বে না। ২ অক্টোবর ‘দিল্লি চলোর’ ডাক দিয়েছেন। অর্থাৎ দিল্লিতে গিয়ে বাংলার টাকা আদায়ের জন্য এবার ধর্না দেবে তৃণমূল। তার আগে ক্ষেত্র প্রস্তুতের জন্য ৫ অগস্টের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।