কলকাতা : “এসএসসি-কে ৪৮ ঘণ্টা সময় দিয়ে যাচ্ছি। তার মধ্যে সমস্যার সমাধান না হলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।” বুধবার সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিন সকালে তিনি যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে যান, তখন পরিস্থিতি ছিল একরকম। ইতিমধ্যে একাধিক জায়গায় শিক্ষা দফতরে যাওয়া চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচালনার অভিযোগ ওঠে। এতে পরিস্থিতি বদলে যায়। ঠিক ছিল, সব কিছু ঠিক থাকলে বুধবার দুপুর দুটোয় বিকাশ ভবনে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করতে যাবেন।
অভিজিৎবাবু সমস্যার লিখিত সমাধানসূত্র শিক্ষামন্ত্রীকে দেবেন ঠিক করেছিলেন। তা ছিঁড়ে ফেলে মন্ত্রীর কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেন। ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলে চাকরি বাতিল ইস্যুতে রণং দেহী মেজাজ নেন অভিজিৎবাবু।
এসএসসি-র চেয়ারম্যানের সঙ্গে দেখা করে বাইরে এসে অভিজিৎবাবু সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতেই নিজের হাতে থাকা সমাধানসূত্রের সেই চিঠি ছিঁড়ে ফেলে দেন। বলেন, “এসএসসি–র সঙ্গে কথা বলে আমার ধারণা হয়েছে, ওরা যোগ্য ও অযোগ্য বাছাই করতে পারবে। তবে ওদের তরফে আমাকে সরাসরি কোনও আশ্বাস দেওয়া হয়নি।”
অভিজিৎবাবুর বক্তব্য, “সরকার যখন সদিচ্ছা দেখাচ্ছে না, তখন আমাদের তরফেও সদিচ্ছা দেখানোর মানে হয় না। যে চিঠি নিয়ে আমার ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার কথা ছিল, সেই চিঠি নিয়ে আমি আর বিকাশ ভবনে যাব না। যারা এভাবে শিক্ষকদের লাঠিপেটা করে, তাঁদের সঙ্গে আলোচনার কোনও অর্থ নেই।”