বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বেলা ১২ টা ২০ মিনিট নাগাদ বাড়ি থেকে বার হন। যে সময় দেওয়া হয়েছিল তার থেকে কিছুটা দেরী হওয়ার জন্য আক্ষেপ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। এদিন বেলা ১২টা ৪০ মিনিট নাগাদ বিজেপিতে যোগদান করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তবে বাড়ি থেকে বেরনোর সময় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আজ আমার খুব ভাল লাগছে। একটা সর্বভারতীয় দলে যোগ দিতে যাচ্ছি, এটা বিরাট ভাল লাগার ব্যাপার। দল যা দায়িত্ব দেবে, সেটা নিষ্ঠাভরে পালন করব।’

বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আজ আমি একেবারে নতুন জগতে পা দিলাম। এই সর্বভারতীয় দলে নরেন্দ্র মোদী, অমিত শাহের মতো নেতারা আছেন। রাজ্যে আছেন সুকান্তদা, শুভেন্দু অধিকারী। তাঁদের পরামর্শ আমার প্রতি মুহূর্তে লাগবে। আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্ব আমাকে দল থেকে দেওয়া হোক, আমি তা পালন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ আর বিশেষ কিছু বলার নেই।’

একইসঙ্গে তাঁর সংযোজন, ‘প্রথম উদ্দেশ্য হল, একটা দুর্নীগ্রস্ত দল ও সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া, যাতে ২০২৬ এ আর ক্ষমতায় আসতে না পারে। একজন বাঙালি হিসেবে অত্যন্ত কষ্ট পাই যখন দেখি বাংলা ক্রমশ পিছিয়ে পড়ছে। একটা সিরিয়াস লড়াই শুরু করতে হবে। আমি দায়িত্ব পালন করছি কি না, তা দেখতে পাবেন আগামিদিনে।’
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যোগদানের পর বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, ‘জনগণের হৃদয়ে উনি জাস্টিস গাঙ্গুলী হিসেবেই থাকবেন।’ এদিকে এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দলে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে এও বলেন, ‘পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরকম একজন মানুষের খুব দরকার ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 5 =